আমাদের দেশে অনেকেই Website এর মাধ্যমে ঘরে বসে হাজার হাজার টাকা ইনকাম করছে ।
কিভাবে ?
কেউ করছে ব্লগ ,কেউ Affiliate Marketing আবার কেউ Ecommerce Website এর মাধ্যমে ঘরে বসেই রাত দিন ২৪ ঘণ্টা দোকান চালাচ্ছে !!
অনেকের ভিতর একটা ভুল ধারনা আছে , আমি যদি ওয়েবসাইট এর মাধ্যমে পণ্য / সেবা বেচাকেনা না করি তাহলে ওয়েবসাইট কি দরকার ?
তাদের ভুল থেকে ফিরাতেই আজকের এই পোস্ট!
Europe , America এর মত উন্নত দেশে অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান এমনকি মানুষের ব্যক্তিগত কাজের জন্য কোটি-কোটি ওয়েবসাইট রয়েছে ।
আপনার ক্রেতা আপনার সম্পর্কে জানতে যায় :
প্রায় অর্ধেক ক্রেতা আপনার সম্পর্কে জানতে অথবা আপনার পণ্য / সেবার মূল্য সম্পর্কে জানতে , গুগল এ আপনার ব্রান্ড লিখে সার্চ করে । ওয়েবসাইট না পেলে ৩০% মানুষ প্রফেশনাল ব্যবসা বলেই মনে করবেনা । আপনাকে না পেলে তারা অন্য কোথাও চলে যেতে পারে ।
আপনার ক্রেতা বাড়াবে :
২ টা একইরকম ব্যবসা প্রতিষ্ঠান । একটা প্রতিষ্ঠানের ওয়েবসাইট আছে , স্বাভাবিক ভাবেই ক্রেতা তাদের সার্ভিস আগে নিবে । ওয়েবসাইট দেখে তাদের প্রতি বিশ্বাস বেড়ে যাবে । ভাল সেবা দিতে তারা প্রতিজ্ঞ বলে মনে হবে ।
রিভিউ গুরুত্বপূর্ণ :
আপনার পণ্য ও সেবা সম্পর্কে অন্যদের মতামত দেখে ক্রেতা আপনার কাছ থেকে কিনবেন কি কিনবেন তা সেই সিদ্ধান্ত গ্রহণ করে । ফেসবুক এর মত সোশ্যাল মিডিয়াতে ভাল /খারাপ রিভিউ এর উপর আপনার কোন কন্ট্রোল থাকে না ।আপনার ওয়েবসাইট এ আপনি সুন্দর সুন্দর রিভিউ সাজায়ে রাখতে পারেন যা আপনার বিক্রি বাড়ায়ে দিবে ।
লোকাল সার্চ :
অধিকাংশ মানুষ লোকাল বিজনেস থেকে পণ্য বা সেবা নিতে পছন্দ করে । অনেক পণ্য ও সেবা আছে যা ঝিনাইদহ এর কোথায় পাওয়া যায় তা আমি জানিনা । অনলাইন এ তাদের ভাল উপস্থিতি থাকলে সহজ এ যে কেউ একটা গুগল সার্চ করে তাদের সেবা নিতে পারবে ।
ডিজিটাল মার্কেটিং এর ভিত্তি :
খুব দ্রুত আমাদের দেশেও উন্নত দেশের মত প্রচলিত মার্কেটিং থেকে ডিজিটাল মার্কেটিং বেশি গুরুত্ব পাবে । আপনি যদি এখন ই শুরু না করেন তবে আপনি প্রতিযোগিতার বাজার এ পিছায়ে পড়বেন । আর অনলাইন এ Socila Media, Email , Paid Ads , Seo যে কোন ধরনের মার্কেটিং এর ভিত্তি হল একটা সুন্দর ,User Friendly ওয়েবসাইট।
পণ্য ও সেবা সম্পর্কে তথ্য প্রচার :
মানুষ যে কোন পণ্য বা সেবা ক্রয় করার আগে সেটা দেখতে চাই , সেটা সম্পর্কে জানতে চাই । আপনার ওয়েবসাইট এর মাধ্যমে তারা রাত দিন ২৪ ঘণ্টা আপনার পণ্য সম্পর্কে জানতে পারবে । এতে আপনার বিক্রি বহুগুণ বেড়ে যাবে । বিভিন্ন অফার ও নোটিস সম্পর্কে জানাতে পারবে ।
অনলাইন এ বেচাকেনা করুন :
দোকান বন্ধ থাকলেও বিক্রি বন্ধ থাকবেনা । রাত দিন ২৪ ঘণ্টা দোকান খোলা !! ইন্টারনেটে পণ্য দেখবে জানবে, বিকাশ, রকেট বা অন্য কোন মাধ্যমে টাকা দিবে , হোম ডেলিভারি / কুরিয়া সার্ভিস এর মাধ্যমে পণ্য পেয়ে যাবে । আমাদের দেশে দিন দিন অনলাইন এ বেচাকেনা বৃদ্ধি পাচ্ছে । ব্যবসায় টিকে থাকতে এর কোন বিকল্প নাই ।
সহজ যোগাযোগ :
ওয়েবসাইট এ আপনার শপ এর লোকেশন (Address) , মোবাইল নাম্বার , ইমেইল , ফেসবুক পেজ এর Link দিয়ে রাখলে খুব সহজ এ ক্রেতা যোগাযোগ করতে পারবে ।
নতুন কাস্টমর এর প্রশ্নের উত্তর :
নতুন কাস্টমর কে একজন নিয়মিত ক্রেতায় পরিণত করতে , আপনার Website এ কিছু প্রশ্নের উত্তর থাকা প্রয়োজন ।
- আপনি কে বা আপনারা কারা ?
- আপনারা কি পণ্য / সেবা প্রদান করেন ?
- পণ্য বা সেবার মূল্য কত ?
- কিভাবে গ্রহণ করব বা যোগাযোগ করব ?
বর্তমান এ ডিজিটাল যুগ এ ছোট বড় সব ধরনের প্রতিষ্ঠান এর একটা Wesbite থাকা দরকার । যদি কেউ প্রতিযোগিতায় হেরে ব্যবসা বন্ধ করে ঘরে ফিরে যেতে চায় তাহলে ভিন্ন কথা !!
শুধু Website আর Social Media নয় , ডিজিটাল যুগ এ সফল হতে বাজেট অনুযায়ী সঠিক ডিজিটাল পরিকল্পনা দরকার । এটাকে খরচ মনে করে ভুল করবেন না । এটা ইনভেস্ট , আপনি যা খরচ করবেন তা থেকে কত গুন বেশি লাভ করবেন তা আল্লাহ ছাড়া কেউ জানেনা। তবে আমরা আপনার সফলতার ব্যাপারে আশাবাদী । আল্লাহ্ উত্তম সাহায্যকারী, আল্লাহ্ উত্তম কর্ম-বিধায়ক ।