যতই দিন যাচ্ছে প্রযুক্তির উন্নয়ন,উৎকর্ষতা ও ব্যবহার ততই ইনক্রিজ হচ্ছে । তাই বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের পাশাপাশি, ব্যবসায়ীক কাজের জন্যে হলে ইন্টারনেটের ব্যবহার দিনের পর দিন বেড়েই চলেছে । প্রতিটি ডাক্তার, চিকিৎসক বা ব্যাবসায়ী প্রতিষ্ঠান নিজেদের পণ্য ও সেবা একটি ওয়েবসাইটের মাধ্যমে সবার সামনে প্রচার করছে । ফলে তারা ওয়েবসাইটের মাধ্যমে তাদের ব্যবসা, সেবা প্রচার ও প্রসার সহ নানাবিধ সুবিধা নিচ্ছে তাহলে বাংলাদেশের চিকিৎসকরা কেন নয়? ঠিক এইসব যাবতীয় বিষয় মাথায় রেখে ওয়েবসাইট থাকার কিছু গুরুত্বপূর্ণ সুবিধাসমূহ নিয়ে আলোচনা করা হলোঃ
- খুব কম খরচে যে কোন চিকিৎসক, ডাক্তার, মেডিকেল স্টুডেন্ট, হেলথসিস্টেম এ জড়িত প্রতিষ্ঠান, ওয়েবসাইট ব্যাবহার করে তাদের সেবার ও ব্যবসার প্রচার ও প্রসার করতে পারে ।
- যে কেন রোগি,ক্লায়েন্ট যে কোন স্থান থেকে ওয়েবসাইটে প্রকাশিত বিভিন্ন তথ্য যে কোন সময়, যে কোন দিন দেখতে পারে এবং চিকিৎসক, ডাক্তার ও হেলথসিস্টেম জড়িত প্রতিষ্ঠান বিষয়ে জানতে পারে।
- চিকিৎসক, ডাক্তার, হেলথসিস্টেম এ জড়িত প্রতিষ্ঠান যে কোন সময় যে কোন স্থান থেকে তার তথ্যের হাল নাগাদ করতে পারবে।
- নির্দিষ্ট সিস্টেমের এর মাধ্যমে ওয়েবসাইটে বা ব্লগে তাৎক্ষনিক তথ্য প্রকাশ করা যায় ও বিভিন্ন নোটিশ দেয়া যায় ।
- ওয়েবসাইটে বিভিন্ন রোগ নিয়ে আর্টিকেল লেখা, তার প্রতিরোধ প্রতিকার নিয়ে আলোচনা করে রোগিদের প্রতি চিকিৎসকের আস্থা বাড়ানো যায় এছাড়াও অডিও, ভিডিও, স্থির চিত্র, অ্যানিমেশন ইত্যাদি যুক্ত করা, টেলিমেডিসিন সেবা অর্থাৎ ঘরে বসে অথবা বিদেশে বসেও রোগি ডিল করা যায় এছাড়াও আরও অনেক কাজ করা যায়।
- রোগির প্রয়োজনে ওয়েবসাইট থেকে তথ্য ডাউনলোড করা যায়।
- বড় বড় প্রতিষ্ঠান, কর্পোরেশন গুলো আন্তর্জাতিকভাবে তাদের সেবার ও ব্যবসায়িক লেনদেনের ও পরিচিতি লাভের জন্য, নিজের ব্রান্ড কে মার্কেটিং করার জন্যে ওয়েবসাইটকে তাদের গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে ব্যবহার করে থাকে।
- কোন চিকিৎসকের একটি সুন্দর ওয়েবসাইটের মাধ্যমে খুব দ্রুত ও সহজেই রোগিদের কাছে পরিচিতি পাবে ও আস্থা গড়ে তুলতে সক্ষম হবে।
- বিভিন্ন সরকারি ওয়েবসাইট থাকার ফলে আমরা সহজেই অনেক প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারি ও জানতে পারি । ঠিক তেমনি একজন চিকিৎসকের ওয়েবসাইটের মাধ্যমে সহজেই জানা যাবে কখন চিকিৎসা রোগি দেখে, এপয়েন্টমেন কিভাবে দিবে, ভিজিট কত, কোন দিন রোগি দেখেন ইত্যাদি।
- আজ ওয়েবসাইটের ব্যবহার আছে বলেই আজকে অনলাইনে সবাই আগে রিসার্চ করে নেয়, কোন ডাক্তার ভালো, কাকে দেখানো যায় ইত্যাদি।
আপনি নিজে ওয়েবসাইট তৈরি না করতে পারলে আমাদের হেল্প নিয়ে তৈরি করতে পারেন। আমাদের প্রফেশনাল ওয়েব ডেভেলপার-গন ৩০% ছাড়ে আপনার জন্যে ওয়েবসাইট তৈরি করে দিবে।